প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলার পরামর্শ এনএসসির

article-img

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যেকার উত্তেজনা যে পুরোপুরি কেটে গেছে তা অবশ্য নয়। সে দিকটা বিবেচনায় রেখেই তাই সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সাংবাদিকেদের সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘নিরাপত্তা বিবেচনায় বিসিবিকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

আমরা পরামর্শ দিয়েছি, রাওয়ালপিন্ডি কিংবা সীমান্তঘেঁষা স্টেডিয়ামে ম্যাচ না খেলতে। এখন বিসিবি-পাকিস্তান বোর্ড মিলে পরবর্তী পরিকল্পনা নেবে, যাতে সিরিজটা সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে শেষ করা যায়।’

 

সিরিজটি আয়োজনে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘পাকিস্তান সিরিজের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে মতামত জানতে চেয়েছিল বিসিবি।

পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক মতামতই পেয়েছে এনএসসি। ফলে সিরিজের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপত্তি নেই।’

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আগামী ২৫ মে শুরু হতে যাওয়া দ্বিপক্ষীয় সিরিজটি ৫ ম্যাচের হবে কি না তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে ক্রিকেটাররা তিন ম্যাচের সিরিজ খেলতে চায়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুবাইয়ে আছে বাংলাদেশ দল।